কেউ কেউ বলছে এই বৃষ্টি হলে কিছু ক্ষেত্রে ভালো হবে,আবার কিছু মানুষ বলছে এরকম বৃষ্টি হলে অনেক ক্ষতি হবে।
যারা ভালোর কথা ভাবছে,কারন অনেকে পুকুরে,ঘেরে মাছ চাষ করে তাদের দিক থেকে এই বৃষ্টিতে তাদের ভালো হবে,কারণ তাদের তেল খরচ করে পুকুরে বা ঘেরে পানির সেঁচ দেওয়া লাগবে না।
আর যারা ক্ষতির কথা ভাবছে, কারণ হচ্ছে সামনে কিছুদিন পর আসছে ধানের মৌসুম,আর এই ধান রোপন করার আগে ধানের চারা রোপন করতে হয়,যদি এরকম বৃষ্টি হতে থাকে মাঠঘাট যদি তলিয়ে থাকে তাহলে ধানের চারা রোপন করতে পারবেনা কৃষকরা।
আর যদি ধানের চারা রোপন করা না হয় তাহলে ধান চাষ করাও মুশকিল হয়ে পড়বে কৃষকদের।