রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি যশোরের বাঘারপাড়া উপজেলা
মেহেদী হাসান রিপন,বাঘারপাড়া উপজেলা প্রতিনিধিঃ- / ১৮১ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যশোরের বাঘারপাড়া । দুরন্ত বাতাস, আঁকাবাঁকা মেঠোপথ, পাখপাখালীর নাচন আহা! কি সুন্দর!! শুধু কি তাই! ভর দুপুরে ক্লান্ত কৃষকের বিবর্ণ হাসি, রাখালের বাঁশির সুর, বিজন রাতে কোকিলের কুহুতান, সাথীহারা বেদনায় কাতর পাখির হৃদয় নির্যাস থেকে ভেসে ওঠা বউ কথা কও ডাক যেন হৃদয় কেড়ে নেয়।

মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম জুড়ে কি অপূর্ব সবুজের সমারোহ, বাতাসের দোলায় কেঁপে কেঁপে উঠে দূরের পাতাবন, শুকনো পাতায়, ফসলের ক্ষেতে, মুক্ত মাঠে অবিরাম দোল খায় মুক্ত বাতাস। এখানে বাগানজুড়ে নানারকম ফুল, ফল, ফসল, বৃক্ষ আরো কত কী! এসব সৌন্দর্য দেখলেই নয়নভরে, হৃদয় জুড়ায়।

বাঘারপাড়ার বিভিন্ন গ্রাম, বিল ও জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ছোট বড় অনেক খাল ও বিল এগুলো যেন এপাড়া-ওপাড়ার মধ্যে নিবিড় সেতু বন্ধন। এসমস্ত খাল বিল চিত্রা নদীর কাছে গোপন অভিসারে যশোরের ভূখণ্ডের খবরা খবর আদান-প্রদান করে। বড় বড় খালগুলো স্থানীয় বিভিন্ন নামে পরিচিত হয়।

অধিকাংশ খাল হারিয়ে যাওয়া স্মৃতি বহন করে। এসব খালে বিলে মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করেন। এখানে প্রকৃতি আর মানুষের মাঝে যেন গভীর মিতালী রয়েছে। ব্যাঙের ডাক শুনলেই মানুষ বুঝে বর্ষণের আর দেরি নেই। ডাহুকের ডাক, হুতুমপেঁচার চোখ, শিয়ালের হাঁক, কাকের কা কা, ভোমরের গুঞ্জন, ঝিঁঝিঁ পোকার ডাক, বনের বুকে সন্ধ্যার আঁধার ভেদ করে জ্বলে উঠা থোকা থোকা জোনাকির আলো, সোনালী চিল, মাছরাঙার মাছধরা এসব কতই না বৈচিত্র্যময়! তাছাড়া এখানে গাছে গাছে এবং মাঠে-প্রন্তরে ঘুঘু, ময়না, টিয়া, দোয়েল, চড়ুই, শ্যামা, কোয়েল, কোরা, পাতিহাঁস, শালিকসহ আরও কত রং-বেরঙের বিচিত্র পাখির উড়াউড়ি চোখে পড়ে। দেশের অন্যান্য অঞ্চলের মতই এখানে ঋতু বৈচিত্র্যের খেলা চলে এবং মাটি যেন এখানে শীতল পাটি। এখানে কাদাজলে যেন মিশে থাকে মানুষের প্রাণ। প্রাচীন জীবন থেকে আমাদের মনের উপর লেগে আছে শ্যামল মাটির গন্ধ, সবুজের ছাপ। এখানে চাঁদের আলো, তারার হাসি, পাকা ধানের খিসখিস শব্দ, পাল তোলা নাও, চকচকে সাদা বক, , গাছের ছায়া মন কেড়ে নেয়। চারদিকে সবুজ গাছ পালা, মাঝে মাঝে পশুপাখির ডাক আর শীতল বাতাস প্রাণে সজীবতা আনে। এখানে গভীর মায়া জড়ানো, স্বপ্নমাখা প্রকৃতি হৃদয় ছুঁয়ে যায়।

বিলে মাছ ধরার দৃশ্য, জলাশয়ে শাপলার হাসি, কলসি কাঁখে গাঁয়ের বধূ, পথে পথে ছেলেমেয়েদের বিচরণ, ঘুরি ওড়ানো, গাছে ঝুলে রসের হাঁড়ি, তাল পাতার পাখা, তালের পিঠা, কচি ডাব, বিভিন্ন উৎসবের আমেজ, মাঠে মাঠে চিরল পাতার হাসি, পথে-প্রান্তরে ফেরিওয়ালার ঘুরে বেড়ানো, গাছের ছায়ায় ক্লান্ত পথিকের বিশ্রাম, দুরন্ত ষাঁড়ের লড়াই গ্রামবাংলার এসব চিত্র যশোরের বাঘারপাড়া অহরহ দেখা যায়।
ভোরের সূর্য ওঠার আগেই কৃষকেরা জমিতে কাজে নেমে পড়ে। কর্ম জীবনের ব্যস্ততা ছেড়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তারা হারিয়ে যাচ্ছেন। চার পাশের খোলা মাঠ আর বিস্তীর্ণ সমতল ভূমি।

এ উপজেলা টি অত্যন্ত সম্ভবনাময় একটি স্থান।
প্রাকৃতিক সৌন্দর্যভরা দৃষ্টিনন্দন একটি এলাকা বিল জ্বালেশ্বর , প্রকৃতি প্রেমীদের মনের তৃষ্ণা মেটাতে এটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যা বাঘারপাড়া ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মনোরম লীলাভূমি বাঘারপাড়া । প্রকৃতির এমন লাবন্যময় রূপ কার না নজর কাড়ে! বাঘারপাড়া প্রত্যন্ত অঞ্চলের প্রকৃতির প্রতিটি স্তর অবিরাম সুন্দরের হাতছানি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ