মেহেরপুরে আতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির অভিযোগে দেশ ট্রেডলিংকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপরের মেহেরপুর হোটেলবাজার মানিক টাওয়ারের সামনে হহালিম স্টোরো ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত এ রায় ঘোষনা করেন।
ভাম্যমান আদালত সূত্র জানায়, মেহেরপুর ব্রিটিশ অমেরিকা টোবাকো কোম্পানীর পরিবেশক দেশট্রেডলিং আতিরিক্ত মূল্যে গোল্ডলিফ ও ব্যানসন সিগারেট বিক্রি করছিলো। আতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির অভিযোগে তাদেও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় দেশ ট্রেড লিংকের ম্যানেজার আসাদুজ্জামান আতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি না করার মুচলেকা দেন।