কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি -চান্দিনা সার্কেল এএসপি মো.জুয়েল রানা বলেন, নির্বাচনে পরিবেশ নিরাপদ রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সচেতন আছে। কেউ যদি এর বিঘ্ন ঘটায় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে জিরো টলারেন্স গ্রহণ করেছি।
জনগণের নিরাপদ ভোট প্রদানে বাধাদান কারীকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
কেউ যদি আপনাদেরকে বাধা দেয় তাহলে তাঁর পরিণতি ভয়ানক হবে।”
১৯ নভেম্বর শুক্রবার বিকালে, দাউদকান্দি উপজেলার ১ নং সদর উত্তর ইউনিয়নের বটতলী হাসনাবাদ গ্রামে নির্বাচন বিষয়ক আইনশৃঙ্খলা বাহিনীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালামের সভাপতিত্ব্যে বিশেষ অতিথির বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানা অফিসার -ইনচার্জ মো.নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন এর ৪ নং বিট অফিসার এসআই নাজমুল হুসেন, ডিবি পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দীন এএসআই আনোয়ার হোসেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান শাহীন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ আল-আমিন, ইউপি সদস্য প্রার্থীরাসহ বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা।