আগামী ২৮ নভেম্বর দাউদকান্দি উপজেলার ১২ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিক বরাদ্দ দেওয়ার পর থেকে প্রার্থীূদের গণসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতিক নিয়ে ইতিমধ্যে জনগণের মাঝে ভোট প্রার্থনায় ছুটে চলছেন তরুণ সমাজ থেকেই গরীবের বন্ধু মোঃ ইয়াসিন আরাফাত। তিনি বলেন, আমি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াসিন আরাফাত আরও বলেন, নদীমাতৃক এই ইউনিয়ন অবহেলিত জনপদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাবেন। গ্রাম হবে শহর, উন্নয়ন আর সুখী সমৃদ্ধি শহরে পরিনত হবে এই নদীমাতৃক এলাকা।