ময়মনসিংহের ইউনিয়ন স্পেশালাইজড হসপিটাল লিঃএর এম ডি জনাব ডাঃ আশরাফুল সিদ্দিকী পাঠান এর সাথে জমিয়ত নেতা মুফতি হুমায়ুন কবির সৌজন্যে সাক্ষাৎ করে এলাকার গরীব অসহায় মানুষের সল্প খরচে চিকিৎসা সেবা উন্নয়নের জন্য মতবিনিময় আলোচনা করেন।
এসময় ডাঃ আশরাফুল সিদ্দিকী পাঠান বলেন সল্প খরচে অত্যাধনিক (১৩) তলা বিশিষ্ট ময়মনসিংহ ইউনিয়ন স্পেশালাইজড হসপিটাল লিঃ
গরীব অসহায় মানুষের জন্য সল্প খরচে সু চিকিৎসা প্রদান করা হবে
জমিয়ত নেতা মুফতি হুমায়ুন কবির ধোবাউড়া উপজেলার সর্বস্হরের জনগণকে উদ্দেশ্য করে বলেন যারা সল্প খরচে সু চিকিৎসা পেতে চান তাহারা (01600135263) উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানান।