দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গত ২৪ জুলাই যোগদান করেন সুকান্ত সাহা। ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা পূর্বে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করায়,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।