যশোর সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা আজ বৃহস্পতিবার ৩ জুন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।ইন্না-লিল্লাহী ওয়া ইন্না-লিল্লাহীর রাজীউন।
নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক ও আসন্ন ৪ নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ থেকে মনোনীত সর্বোচ্চ মনোনয়ন ও সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আলমগীর সিদ্দিকী।
আলমগীর সিদ্দিকী আরও বলেন,শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি।
নুর জাহান ইসলাম নীরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা নুরজাহান ইসলাম নীরাকে বেলা ১১টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করান।