জামালপুরের সরিষাবাড়ীতে একই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা তিনজনকে হারালো সরিষাবাড়ীবাসী। ১১ আগষ্ট তিন বীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। জানা যায়, উপজেলার ৪নং আওনা ইউনিয়নের স্থল গ্রামের মৃত পাশান আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা ছামছুর হক (৬৩), একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান (শহিদ কমান্ডার) (৬৫) ও পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শমশের আলী (৬৫) মৃত্যুবরণ করেন। ( ইন্নালিল্লাৃ.——–রাজিউন)। মৃত্যুকালে তাঁরা আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (১২ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ এর তত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।