বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন

এ যেন অবৈধ দখলদারদের পৌত্রিক সম্পত্তি বলছি খুলনার পাইকগাছা বাইশারআবাদ নদী কথা
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:- / ১৯১ ভিউ
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ ২০২৩


পাইকগাছার বাইশারআবাদ নদী দু’পাশের জমি দখল হওয়ায় নদীটি খুবই সংকীর্ণ হয়ে পড়েছে। নদীর থেকে দু’পাড়ের দখলের জমির আয়তন অনেক বেশি। উপজেলার গদাইপুর ও কপিলমুনি ইউনিয়নে বাইশারআবাদ নদী অবস্থিত। এক কালের বিশাল এ নদীটি এখন ছোট খালে পরিণত হয়েছে। বেশ কিছু অংশ বন্দোবস্ত দেয়া হয়েছে। বন্দোবস্তের আড়ালে যে যা পেরেছে জবর দখল করে নিয়েছে। বাস্তবতায় দেখা যায়, নদীর দু’পাড় দিয়ে বিশাল বিশাল অংশ দখল হওয়ায় তা খুবই সংকীর্ণ হয়ে পড়েছে। কমে গেছে তার গভীরতা। এমন কি এর মাথাটুকুও দখল হয়ে গেছে। এ নদী দিয়ে বাইশাআবাদ, কচুবুনিয়া, ভেটকা, মটবাটী, পরানমালী, নোয়ালতলা, বিরাশি সহ ১০/১২টি মৌজায় হাজার হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হয়। কিন্ত এখন তা প্রায় বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হলেও তারা উদ্যোগ নিয়ে মাঝ পথে থেমে গেছে। সময়ের প্রয়োজনে নদীটি খনন যেমন জরুরী তেমনি প্রয়োজন অবৈধ দখল মুক্ত করা। মঠবাটী গ্রামের বাসিন্দা ইজাহার আলী গাজী জানান, বিশাল এই নদীতে এক সময় অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন আর সে অবস্থা নেই। অবৈধ দখলমুক্ত করে নদীটি খননের দাবী জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার বলেন, যদি এমন কিছু হয় তাহলে জনগনের বৃহৎ স্বার্থে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ