ঐক্য শান্তি উন্নয়ন স্লোগানকে সামনে রেখে সীমিত পরিসরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কমলগন্জ উপজেলা শাখার ১ম দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার দুপুর ১ টায় কমলগন্জ কালীবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে জেলা ছাত্র পরিষদের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বাবু শুভ করের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চক্রবর্তী কোচিং সেন্টারের পরিচালক শিক্ষক ঝুলন চক্রবর্তী। উক্ত সম্মেলনের আমন্ত্রিত অতিথিদের মধ্যে জেলা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি সুরন্জিত সরকার প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক স্বপন দাশ মূল আলোচক ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলার নির্বাহী সভাপতি রাহুল পাল সীমান্ত সিঃ সহসভাপতি মিঠু দাশ, সহ সভাপতি রাতুল দেব এবং জেলা আইন বিষয়ক সম্পাদক রিমন দাশ।
সম্মেলনে সভাপতি পাপলু দাশ রনি সাধারণ সম্পাদক বিজয় মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক শুভ কর কে রেখে তিনজন সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে এবং আাগামী এক মাসের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠন করে জেলার দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।