মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু!!! পেতে পারেন এটার বাস্তব প্রমাণ মানবিক ছাত্র লীগের নেতারা, করোনায় কর্মহীন অসহায় পরিবারের পাশে এসে দাড়িয়েছেন। একজন বাবা যখন করোনায় কর্মহীন হয়ে তার শিশু সন্তানের জন্য গুঁড়ো দুধ কিনতে পারছেনা ঠিক তখনই মানবিক ছাত্র লীগের নেতারা বাড়িতে গিয়ে গুঁড়ো দুধ পৌঁছে দিচ্ছেন অসহায় পরিবারের মাঝে। দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় সামর্থ্যহীন পরিবার এর দুগ্ধ শিশুদের মাঝে দুগ্ধসামগ্রী বিতরণ করেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিনের সাথে ছিলেন, হাসানপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. জাহিদুল ইসলাম বাবু। মো. জাহিদুল ইসলাম বাবু জানিয়েছেন, তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।