করোনা পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে মেহেরপুর! এমন প্রশ্ন এখন জনমনে। আজ শনিবার নতুন আক্রান্তের সংখ্যা-৩৭। ১০২ টি ফলাফলের মধ্যে ৩৭ জনের করোনা পচিটিভ। এভাবে প্রতিদিনিই বাড়ছে নতুন আক্রান্ত। করোনা প্রতিরোধে প্রশাষনের ভুমিকা তেমন চোখে পড়ছে না।
শনিবার ১২/০৬/২১ইং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব ও মেহেরপুরে এন্টিজেন টেষ্ট থেকে আসা ১০২ টি ফলাফলের মধ্যে ৩৭ জনের ফলাফল পজিটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫৪ জন।
নতুন পজেটিভ মধ্যে আরটিপিসিআর কুষ্টিয়া-৩৬ টির মধ্যে পজেটিভ-১০টি ও এন্টিজেন টেষ্ট-৬৬ টির মধ্যে পজেটিভ-২৭টির নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে ৩৭ টি কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৯টি, গাংনী উপজেলার ২৩ টি এবং মুজিবনগর উপজেলার ৫ টি ।
এ পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১৬ জন ও মৃত্যু হয়েছে ২৬ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন- মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।