প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমার মনে হয়েছে একটি সিলিন্ডার মানে একটি জীবন। কোন মানুষ যেন অক্সিজেন অভাবে মারা না যায়। পাইকগাছায় করোনা সংক্রমনের হার প্রতিদিন বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিলও।
পাইকগাছা হাসপাতালে অক্সিজেন সংঙ্কটের কারণে রোগীদের পাঠানো হয় খুলনা করোনা হাসপাতালে। অনেকেই আবার অক্সিজেন সঙ্কটে মারাও যাচ্ছে। সে সব কথা চিন্তা করে পাইকগাছায় ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে মানুষের পাশে অক্সিজেন সেবা দেয়ার জন্য কয়েকটি অক্সিজেন ব্যাংক গড়ে উঠেছে। এরমধ্যে সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের গড়ে তোলা ‘পাইকগাছা অক্সিজেন ব্যাংক’টি মানুষের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিনামূল্যে-বিনাপরিবহন খরচে করোনা রোগীকে এ সেবা দিয়ে যাবেন তারা। এছাড়া জরুরি কিছু ওষুধ, অক্সিমিটারসহ অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সুবিধা পেতে হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পাইকগাছাবাসীকে। একঝাঁক তরুণ-যুবক নিঃস্বার্থে স্বেচ্চাসেবক হিসেবে ‘পাইকগাছা অক্সিজেন ব্যাংক’র কাজ করছেন ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে।
পৌর কাউন্সিলর এসএম এমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিষ চন্দ্র গোলদার, প্রেসক্লাব সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, কাউন্সিলর এসএম এমদাদুল হক, এসএম তৈয়বুর রহমান, কামাল আহম্মেদ ও সেলিম নেওয়াজ প্রমুখ।