করোনা ভাইরাস প্রতিরোধে শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট দল চলমান কঠোর লকডাউনে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।
দেখা যায় শনিবার (৩ জুলাই) সকাল ১০ টায় “ভয় না করে প্রতিরোধ করুন”এই শ্লোগান সামনে রেখে শ্রীমঙ্গল কলেজ রোভার স্কাউটস গ্রুপ এর উদ্যোগে চলমান লকডাউনে সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায়, বাজারে করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড মাইকে জনসচেতনতা মূলক গান বাজিয়ে জনগণকে উদ্বুদ্ধ করছে। তাঁরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিনিয়র রোভার মেট আবুল হোসাইন ও মনিরুল গ্রুপের ১২ জন সদস্যদের নিয়ে এ কর্মকাণ্ড চালিয়েছে।
এসময় এতে আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক (সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান)। বিজন চন্দ্র দেবনাথ।