মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন

কুমিল্লার মেঘনায় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর জনপ্রিয়তা আকাশচুম্বী
লিটন সরকার বাদল, / ২২২ ভিউ
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। প্রার্থীরা সরগরম।সাধারণ মানুষের আলোচনায় আর আড্ডায় প্রাধন্য পাচ্ছে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের হিসেব-নিকেষ। তবে এবার সবচেয়ে বেশি আলোচনায় ইতিবাচক সাড়া ফেলছে মেঘনার মানিকার চর ইউনিয়ন নির্বাচনে ইউনিয়ন যুবলীগ এর সভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী মো.জাকির হোসেন। এই ইউনিয়নে এবার যে’কজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গুঞ্জন চলছে তাঁদের মধ্য বর্তমান চেয়ারম্যান হারুন-অর-রশিদসহ আরও কিছু প্রার্থীর নাম শুনা যাচ্ছে। এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের পছন্দের প্রার্থীদের থেকে নতুন মুখ বেছে নেওয়ার প্রতি আস্থা ও বিশ্বাস। সাধারণ ভোটারাও চায় নতুন কেউ চেয়ারম্যান হলে তাঁদের দাবি দাওয়া মেনে নিবে ও মানিকার চর ইউনিয়নকে যুগোপযোগী করে গড়ে তুলতে পারবে। সেই সমীকরণে তরুণ সমাজ সেবক ও মানবতার ফেরিওয়ালাখ্যাত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন পছন্দের প্রথম তালিকায় রয়েছেন। চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জানান,” মেঘনার প্রাণ কেন্দ্র হলো মানিকার চর ইউনিয়ন,এই ইউনিয়নে বর্তমানে উন্নয়নের ছোঁয়া নেই। আমি যদি এবার চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমার কাজ হবে মানিকার চর ইউনিয়নকে সারাদেশের মধ্য একটি মডেল ইউনিয়নে রুপ দেওয়া। তিনি আরও বলেন,আমার এলাকার জনগণের ভালোবাসা ও দোয়া আছে আমার প্রতি। আমার বিশ্বাস সাধারণ মানুষজন আমার প্রতি তাঁদের রায় দিবেন। মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে কাজ করতে আমি সর্বদা প্রস্তুত আছি-ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ