কুমিল্লা জেলার মেঘনা উপজেলা মানিকার চর ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ ক্বারী ওমর ফারুককে গ্রেফতার করে মেঘনা থানার পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর গভীর রাতে শিক্ষার্থীকে মাদ্রাসার একটি কক্ষে যৌন হয়রানি ও বলাৎকার করার অভিযোগ করে মাদ্রাসার কর্তৃপক্ষের নিকট জানালে কোন বিচার পাননা ভুক্তভোগী পরিবারটি। গত সোমবার রাতে একই ভাবে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে গভীর রাতে একই ভাবে যৌন হয়রানি ও বলাৎকার করলে। ভুক্তভোগী পরিবারটি মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী ওমর ফারুকের নামের থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কিশোরগঞ্জ জেলার মারিয়া গ্রামের মোঃ জহুর উদ্দিনের ছেলে হাফেজ ক্বারী ওমর ফারুক।
এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে আমরা দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পেরেছি। থানায় মামলা দায়েরের পর আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে