উপজেলার মানিকার চর ইউনিয়নের জয়পুর উজানচর নয়াগাঁও গ্রামে গড়ে ওঠেছে ” জেডএম এগ্রো ” ফার্ম। এখানে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ১৫০ টি গবাদিপশু। কোরবানির আগে এসব গরু নেওয়া হবে বিভিন্ন হাটে। এরমধ্য ক্রেতারা কিছু গরুর দরদামও করেছেন। বিক্রি হয়েছে খামারের প্রায় ১০ থেকে ২০ টি গরু। তবে এর মধ্য এই খামারের প্রধান আকর্ষণ ২৫ মণ ওজনের “কালা বাহাদুর ” ও ২০ মন ওজনের ” রাজাবাবু” নামে দু’টি দীর্ঘকায় ষাড় গরু। কালাবাহাদুর এর দাম হাকা হচ্ছে ১০ লাখ ও রাজাবাদশা’র দাম হাকা হচ্ছে ৮ লাখ টাকা। জেডএম এগ্রো ফার্মের চেয়ারম্যান মো.জাকির হোসেন জানান,” আমার খামারে বর্তমানে বিভিন্ন জাতের ১৫০ টি গরু আছে। এসব গরু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মোটা-তাজাকরন করেছে। করোনায় নিরাপদে কোরবানির গরু কিনতে তিনি তাঁর খামারে ক্রেতাদের স্বাগত জানিয়েছেন।”