কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মে/২০২২ মাসে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মোঃ নাজির হোসেন নির্বাচিত হয়েছেন।
২৬ জুন রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার ফারুক আহম্মেদ বিপিএম (বার), এসআই মোঃ নাজির হোসেনের হাতে জেলার শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
এসময় কুমিল্লা জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই মোঃ নাজির হোসেন বলেন, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই, মেঘনা – হোমনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যার ও মেঘনা থানার অফিসার ইনর্চাজ স্যারসহ সকল সহকর্মীদের প্রতি। সকলের সহযোগিতায় নির্দেশনায় এই পুরস্কারে ভূষিত হলাম।
উল্লেখ্য হোমনা থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, মামলার রহস্য উন্মোচন, পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে মেঘনা থানার সাব- ইন্সপেক্টর (এসআই) নাজির হোসেন।
এই সাফল্যে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মানিকার চর ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।