রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করলেন দাউদকান্দির মোহাম্মদ ওমর ফারুক
লিটন সরকার বাদল (সম্পাদক দৈনিক দেশের কথা) / ১৩৬ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা ঘোষনা করলেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ,কুমিল্লা উওর জেলা যুবলীগ সাবেক সদস্য, দাউদকান্দি উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ ওমর ফারুক । শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরেন।

মোহাম্মদ ওমর ফারুক বলেন, জেলা পরিষদ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানা ধরনের উন্নয়নমুলক কাজ করা হয়। আমি সন্মানিত সকল ভোটারদের সাথে সমন্বয় করে জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবো । আমি চাই সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে। সেই বাসনা থেকেই এই নির্বাচনে অংশ নেয়া।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হন। এলাকার উন্নয়নে এই উপজেলার জনপ্রতিনিধিরা আমাকে ভোট দেবেন বলে আমি আশাবাদী। রাজনীতি ও ব্যবসা করার পাশাপাশি আমি একজন ঠিকাদার হিসেবে সব সময় জনপ্রতিনিধিদের পাশে থেকে কাজ করার সুবাদে আগেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। সকল জনপ্রতিনিধির সমর্থন ও দোয়া পাবো বলে আমি মনে করি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ