এদিকে এলাকাবাসীর চাপে ছেলের পিতা আব্দুল মতিন সােমবার ভােরে রংপুর থেকে ছেলে এবং মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসার পথে পার্শ্ববর্তি কেদার ইউনিয়নের পুটিমারী এলাকায় তাদের মেয়ে পক্ষের লোকজনের সাথে সাক্ষাৎ হয়। সেখান ছেলের পিতা আব্দুল মতিন, ছ্যাংছাঙ্গির পাড় এলাকার ফজল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) এর সহযােগিতায় মেয়ের ফুপা নুরনবী মিয়া (৫০), ভগ্নিপতি শাহাদৎ হােসন (৩৫)কে মারপিট করে মেয়েকে রেখে ছেলেকে নিয়ে পালিয়ে যায়।
পরে মেয়ের বাবা বাদী হয়ে অভিযুক্ত নাজমুলসহ আব্দুল মতিন,রুবেল মিয়াকে আসামী করে কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, কম বয়সী মেয়েক ভুলিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যায় নাজমুল। উভয় পরিবার বিষয়টি সুরাহা করার উদ্দেশ্যে বাড়িতে আসার সময় মাঝপথে ছেলেকে নিয়ে সটকে পরে ছেলের বাবা। এ বিষয়ে মেয়ের পরিবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।