জামালপুর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন করোনা কালীন ত্রান বিতরণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অসহায় ও দরিদ্রদের তালিকা তৈরীতে স্বচ্ছতা থাকতে হবে। স্বজনপ্রীতি বাদ দিতে হবে।
সোমবার (৫ই জুলাই )রাত ৯:০০টায় প্রায় ২ ঘন্টা ব্যাপি জুম মিটিংএ এসব কথা বলেন।
এছাড়া করোনা সংক্রমনরোধে জনসমাগম এড়াতে বকশীগঞ্জ কাঁচাবাজারটাকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে মতামত দেন।
ভয়াবহ করোনা সংক্রমন রোধে চলতি কঠোর লকডাইনকে সার্থক করতে পুলিশ প্রশাসনকে দিক নির্দেশনা দেন এমপি আবুল কালাম আজাদ।
জুম মিটিং এ বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, সহকারী কমিশানার (ভুমি) স্নিগ্ধা দাশ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ সভাপতি প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা অংশ গ্রহন করেন।