ক্ষমা করো, আমি অকারনে যত
করেছি আঘাত কাঁদাতে তোমায়
কাঁদাতে গিয়ে নিজেই জানোনা
কেঁদেছি কতনা ঝরেছে অশ্রু।
হঠাৎ কি হলো! ঝড় এসে যত
এলেমেলো হল সাজানো স্বপ্ন।
যদিও বলি ভালবাসি আমরণ
তুমি আজ মানবে কি সে কথা?
একটু তাকাবে আমার এ চোখে?
কত ভালবাসা তোমার জন্যে।
এই হৃদয়ে কিযে হয় বুঝিনা
চেয়ে দেখি তোমার চলে যাওয়া
যেতে চাই কাছে, তবু দাঁড়িয়ে রই;
ভেবে মরি, জানি ক্ষমা পাবোনা
ভাবি কোথা থেকে শুরু করি;
তোমার ভারি চোখের বেদনা
অশ্রু হয়ে ঝরে গেল তবু আমি
ঠাঁই দাড়িয়েই রয়ে গেলাম।
আবার ভালবাসা বেঁচে উঠুক
দু’ঠোটে ফুটুক গোলাপের হাসি
ক্ষমা করো, কথা দিলাম, ও বসন্ত
বিবর্ণতার নিদারুন কষ্ট দিলেও
সামনে বর্ষায় ভিজতে দেবোনা
শীতের কুয়াশায় কাঁপতে দেবোনা।
গ্রীষ্মের রোদে জ্বলতে দেবোনা।