জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অগ্নি-বীণা ও দোলন-চাঁপা হল দু’টি আগামি ২৫ অক্টোবর খুলে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম একডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালণায় উক্ত সভায় একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল দুটির জন্য নীতিমালা প্রণয়ণের কাজ চলছে, নীতিমালা প্রনয়ণ শেষে হল দুটি খোলার বিষয়ে অতি শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয় এ সভায় ।