গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকির সাথে গজারিয়া জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ।
৬ জুন সোমবার বিকালে গজারিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি’র সাথে গজারিয়া উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি’ বলেন,
জাতীয় শ্রমিক লীগ সব সময় বাংলাদেশের মানুষের জন্য কাজ করে এসেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শ্রমিক লীগ সব সময় পাশে ছিল। শ্রমিক লীগ বাংলাদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর।
শ্রমিক লীগ এদেশের সব থেকে বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী মানুষের জন্য শ্রমিক লীগকে অনেক বেশি গুরুত্ব দিতেন। তাই শ্রমিক লীগ এ দেশের মানুষের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। এ সংগঠন সব সময় তার দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
গজারিয়া উপজেলা শাখার নব গঠিত কমিটির সভাপতি মো.হালিম প্রধান ও সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম তুহিন বলেন, দীর্ঘদিন যাবত জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখাটির সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এমতাবস্থায় সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গতিশীল করার লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি মুন্সীগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সোহেল মোল্লা অনুমোদন প্রদান করেন।
এই নবনির্বাচিত কমিটি অধিকারবঞ্চিত শ্রমিকদের পক্ষে কাজ করবে।
এসময় জাতীয় শ্রমিক লীগের গজারিয়া উপজেলার নবগঠিত কমিটির সভাপতি মো হালিম প্রধান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুহিন,সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মিয়া,সহ-সভাপতি নাঈম মৃধা সহ অন্যান্য গজারিয়ায় জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।