মেহেরপুরের গাংনীতে ছাদ থেকে পড়ে রিজিয়া খাতুন(৬০)নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত রিজিয়া খাতুন গাংনী পৌর সভাধীন ঝিনিরপুল এলাকার আজাহার আলীর স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,রিজিয়া খাতুন তার নিজের বাসার ছাদে ধান শুকাতে গিয়ে অসাবধান বসত ছাদ থেকে পড়ে যায়।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ছাদ থেকে পড়ে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।