মেহেরপুরের গাংনীতে ঝগড়া থামাতে গিয়ে দুলাভাইয়ের মত্যু হয়েছে।
শ্যালক দম্পত্তির ঝগড়া থামাতে গিয়ে স্ট্রোক করে মারা গেলেন হাসমত আলী (৬৫) নামের এক বৃদ্ধ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত হাসমত আলী কাজীপুর গ্রামের বুড়িপুঁতা পাড়ারর মৃত গোলজার হোসেনের ছেলে।
এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃতের স্ত্রী মরফিনা খাতুন বলেন, ‘আমার স্বামী রাত থেকে অসুস্থ। এর আগে তার দুইবার স্ট্রোক হয়েছিল। রাতে তার স্প্রে (ইনহেলার) শেষ হয়ে যায়। সকালে স্ট্রোক করে মারা গেছে।
স্থানীয়রা জানান, সকালের দিকে ওই ব্যাক্তির শ্যালক হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মমতাজ খাতুন, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করছিলেন। এসময় হাসমত আলী তাদের দুজনকে ঝগড়া থামাতে বলেন। এক পর্যায়ে সে নিজেই অসুস্থ হয়ে মারা যান।
স্থানীয় কাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খবির উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অথচ কে বা কারা ৯৯৯ ফোন দিয়ে বলেছেন, নির্বাচনি সহিংসতায় মারা গেছেন।
স্থানীয় চৌকিদার মহিবুল ইসলাম জানান, শ্যালক দম্পত্তির ঝগড়া থামাতে গিয়ে তিনি হার্ট স্টোক করে, ঘটনাস্থলেই মারা গেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হাসমত আলীর মৃত্যু নিয়ে সন্দেহ থাকায়, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান এ ঘটনায় মামলা হতে পারে।