গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (০১ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, সাংবাদিক শাহ আলম যাদু প্রমুখ। আগামী ০৫ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় ফুলছড়িতেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় ১৬৯ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ২ হাজার ৭৬৪ জন শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ২৬ হাজার ৫৪৪ জন শিশুকে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায় বলে সভায় জানানো হয়।