গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের তরুণ রুবেল মিয়া ও কঞ্চিবাড়ি ইউনিয়নের দক্ষিণ কালিরখামার গ্রামের তরুণী মুক্তা আক্তার মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা জানায়, রুবেল মিয়া দক্ষিণ মরুয়াদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিল। মাদকের টাকা না পেয়ে মঙ্গলবার নিজের শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুবেল। ছাপহাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্মামী জানান, রুবেল এর আগেও বিষ খেয়েছিল। এদিকে, মণি ওই দক্ষিণ কালিরখামার গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে। প্রতিবেশিরা জানায়, মণি একটি ছেলেকে ভালোবাসত। বাবা-মা অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করায় মঙ্গলবার সে শোবার ঘরে ফাঁস দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভালবাসার জন্য সে আত্মহত্যা করেছে। থানা পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। এ নিয়ে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।