গাজীপুর সদর উপজেলার পানশাইল এলাকায় সোমবার দুপুরে একটি খালে চার কিশোরী গোসলে নেমে পানিতে তলিয়ে গেছে। পরে স্থানীয়রা একজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা সাদিয়া আক্তার রিচিকে মৃত ঘোষনা করেন। পরে ডুবুরী দলের সদস্যরা তল্লাশী চালিয়ে আইরিন ও মায়া নামের আরো দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করেন। বিকেল পর্যন্ত আরো একজন নিখোঁজ রয়েছে।
নিহত সাদিয়া আর রিচি (১৪), স্থানীয় পানশাইল উত্তরপাড়া এলাকার মো. সোলায়মান মিয়ার বড় মেয়ে সে ভাওয়াল মির্জাপুর হাজী জমির হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। নিহত অন্যান্যরা হলেন, একই এলাকার হায়েত আলীর মেয়ে ও পাইনশাইল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার (১৪)