গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহমেদ সরকারের কর্মী সমর্থকদের উপর হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
২৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬:৩০মিনিট সময় তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ সরকারের আনারস প্রতিকের কর্মীদের উপর নৌকা প্রতিকের কর্মীরা হামলা চালায় এতে প্রায় ৫ জন আহত হন এবং প্রায় ২০ টি মোটরসাইকেল ভাংচুর করে।
হামলায় আহতরা হলেন ১/ জহিরুল ইসলাম ২/ আব্দুল ছামাদ মাতাব্বর ৩/ আব্দুল রউফ ৪/ আব্দুল ছালাম ৫/ সানি
গুরুতর আহতদের স্থানীয় লোকজনদের সহযোগিতায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলা ও ভাংচুর করার কারনে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।সাধারণ জনগণ আশা করেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের। কিন্তু এ হামলা করার পর থেকে তাদের মনে আতঙ্ক কাজ করছে,স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা এখন ভয়ে মাঠ পর্যায়ে বের হতে পারছেন না এমনটাও তারা অভিযোগ করছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীপুর উপজেলার নির্বাচন অফিসার কাজী ইছতাফিস হক আকন্দ জানান, এ ঘটনার বিষয়ে উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।