কুমিল্লার মেঘনা উপজেলার দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি আঁখি আক্তার এর গোসলের ভিডিও ধারণ করা নিয়ে প্রতিবাদ করায় ভখাটেদের হামলায় ঐ নারী সাংবাদিকসহ তাঁর পরিবারের আরও ৩ জন সদস্য আহত হয়েছেন। সোমবার বিকালে আঁখি আক্তার বাদী হয়ে মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায়,” দৈনিক ভোরের কাগজ মেঘনা প্রতিনিধি আঁখি আক্তার নিজ বাড়িতে গোসলখানায় গোসল করার সময় ভাঙা ভেন্টিলেটর দিয়ে ভিডিও ধারণ করছিলো এক বখাটে যুবক।টের পেয়ে নারী সাংবাদিক দ্রুত বেরিয়ে বখাটেদের মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে বললে ক্ষেপে গিয়ে সাংবাদিকের উপর হামলা করে। তাঁর ডাক-চিৎকারে তাঁর ২ মেয়ে এগিয়ে গেলে ৩ জনকেই পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসি পুলিশকে খবর দিলে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্তরা হলেন উপজেলার লুটেরচর গ্রামের আব্দুল বারেকের ছেলে সবুজ গাজী ও সবুল্লার ছেলে রিয়াজুল ইসলাম। এ ব্যাপারে মেঘনা থানার অফিসার- ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন,” নারী সাংবাদিক ও তাঁর পরিবারের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন,” নারী সাংবাদিক উপর হামলার নিন্দা জ্ঞাপন করছি। আমি প্রকৃত দোষীদের শাস্তির দাবি করছি।”