টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ জুন) বিকালে উপজেলার সাগরদিঘী বাজারের ভালুকা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।
মানবন্ধনে বক্তারা বলেন, সাগরদিঘী বাজারের প্রধান দুটি রাস্তা, ঘাটাইল রোডের ২’শ এবং ভরাডোবা রোডের ২’শ মিটার যা একেবারেই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও এলাকার সাধারণ মানুষ। অবিলম্বে তারা রাস্তা সংস্কারের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন টাঙ্গাইল যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, স্থানীয় আওয়ামী লীগ নেতা জিন্নাত আলী, আরমান, রহমান মাস্টার, রিয়াজ সাইফুল, সোহেল,সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তাহসিন সোহাগ প্রমূখ।