নির্বাচন মানেই একটি উৎসব। নির্বাচনের তফছিল ঘোষণার পর থেকেই বইতে থাকে নির্বাচনী হাওয়া। আর ৪ মাত্র দিন পর ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে মেঘনা উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। শেষ মূহুর্তে বিরামহীন প্রচার প্রচারণা, মিছিল মিটিং মাইকিং এ প্রার্থী সমর্থকদের অব্যাহত ভোট প্রার্থনায় চলছে নির্বাচনের শেষ হাওয়া। এর ধারাবাহিকতায় মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেনের সমর্থনে শনিবার সন্ধ্যা ৭ টায় ইউনিয়নের কাশিপুর গ্রামের মসজিদ সংলগ্ন এলাকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো.জাকির হোসেন,বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.নাসির উদ্দিন শিশির, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসাইন আকাশ। আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি ইয়ানবি খন্দকার ধনু মিয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহার,দুলাল মিয়া,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আওলাদ হোসেন,ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি হাবিুল বাশারসহ আরও অনেকে। বক্তারা উঠান বৈঠকে গ্রামের সাধারণ ভোটারদের মতামত জানা ও তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস প্রদান করেন।