বৃহস্পতিবার বিকাল ৪ টায় কুমিল্লা উত্তর জেলা শ্রমীক লীগের দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন এলাকার কার্যালয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসানপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব সরকার আকস্মিক অসুস্থ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় গত বছরের আজকের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।
মরহুম সজীব সরকারের স্মরণসভায় বক্তব্য দেন তাঁর বাবা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।
তিনি বক্তব্য দিতে গিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, সজিব আমার বড় ছেলে ছিলো,সে ছাত্র রাজনীতি করতো। সে মানুষের সাথে মিশতে চেষ্টা করতো, তাঁর কারণে কেউ কোনোদিন অভিযোগ করেনি, তার মনমানসিকতা ছিলো খুব ভালো। সে এভাবে এই অল্প বয়সে চলে যাবে তা আমি আজো ভাবতে পারি না।
আমার হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়। তাঁর অভাববোধ আমি কোনো দিন পূরুণ করতে পারবো না।
আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেনো তাকে সর্বান্তকরণ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
আপনারা সকলে আমার ছেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।
স্মরণ সভায় তাঁর মৃত্যু বার্ষিকীতে বক্তব্য দেন হাসানপুর কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক রবিউল সরকার বাবু,পৌরসভা শ্রমিকলীগ এর সভাপতি আবু সায়েম বাবু,আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
স্মরণ সভা শেষে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।