রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ন

ছেলে হত্যা মামলার আসামি বাবা সহ গ্রেফতার ২
গাজীপুর প্রতিনিধি শাহিন আলম / ২১৩ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

বহুল আলোচিত মাদ্রাসা ছাত্র বিপ্লব আকন্দ (১৪) হত্যা মামলার রহস্য উদঘাটন এবং ঘাতক বাবা ও সহযোগী আসামী আটক করলো পিবিআই গাজীপুর।

মামলা ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। বাবুল হোসেন আকন্দ (৪২), পিতা-মৃত আমজাদ হোসেন আকন্দ, মাতা-মোসাঃ সুফিয়া খাতুন, সাং-পিরুজালী আকন্দপাড়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর ইং ০৯/০৬/২০২১ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় এবং আসামী ২। এমদাদুল (৩৫), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মজিরন নেছা, সাং-পিরুজালী আকন্দপাড়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর ইং ১০/০৬/২০২১ তারিখ ভোর ০৫.২০ ঘটিকার সময় গাজীপুর জেলার পিরুজালী এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুরে মাদ্রাসা ছাত্র বিপ্লব হোসেনকে (১৪) হত্যার ঘটনায় তার বাবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলা সদরের পিরুজালী আকন্দপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নিহতের বাবা বাবুল হোসেন আকন্দ (৪২) ও তার ভাগ্নির জামাই স্থানীয় এমদাদুল (৩৫)।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকছুদের রহমান জানান, বিপ্লব গত ৮ মার্চ রাতে মসজিদে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে বকচরপাড়ার বাঁশঝাড়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মা খাদিজা আক্তার জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এক মাসেও রহস্য উদঘাটন করতে না পারায় পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

ঘটনা যেভাবে : বিপ্লবের মা বাবুল আকন্দের প্রথম স্ত্রী। ১২ বছর আগে তিনি ছোট ভাইয়ের স্ত্রী জুলিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। জুলিয়া প্রায়ই খাদিজার সাথে ঝগড়া করতেন।

হত্যাকাণ্ডের তিন মাস আগে জুলিয়া ছোট মেয়েকে নিয়ে টাঙ্গাইলে বাবার বাড়িতে চলে যান। এমদাদের সাথে তার গোপন সম্পর্ক ছিল।

ঘটনার ১০ দিন আগে জুলিয়া পিরুজালী এসে এমদাদের সাথে দেখা করে বিপ্লবকে হত্যার জন্য বাবুলকে রাজি করাতে বলেন। পরে তার কথায় বাবুল রাজি হন।
বিপ্লবকে প্রথমে কোমল পানীয়ের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়। এরপর সে ঝিমিয়ে পড়লে বাবুল কোদাল দিয়ে গলায় কুপিয়ে তাকে হত্যা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ