মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলি ভুঁইয়া এমপি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একজন নেতৃস্থানীয় সম্মুখ যোদ্ধা। দেশমাতৃকার সেবায় ৭১ সালের মুক্তিযুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখ যুদ্ধ চট্রগ্রামের কুমিরার যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। সে যুদ্ধে প্রায় দেড় শতাধিক পাক হানাদির বাহিনীর মৃত্যু হয়। দেশ স্বাধীনের পরবর্তী সময়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ করতে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে লেখা ‘ মুক্তিযুদ্ধের নয় মাস’ গ্রন্থটি রচনা করেন। শুধু তাই নয় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অনুপ্রেরণা দেয়ার লক্ষ্যে দাউদকান্দি মেঘনা অঞ্চলের ১০টি কলেজে “মুক্তি যুদ্ধে নয় মাস” বইটি আহমেদ পাবলিশিং হাউস এর পক্ষ থেকে উপহার হিসাবে প্রদান করেন৷ দেশ প্রেমের মহান আদর্শে বলীয়ান এ জীবন্ত কিংবদন্তি বর্তমানে দাউদকান্দি -মেঘনা কুমিল্লা -১ আসনের তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের নয় মাস গ্রন্থটি ২১ বই মেলায় আহমেদ পাবলিশিং হাউস যে পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ( অব.) বলেন, প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান,বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অব,) সুবিদ আলী ভূঁইয়া’র সন্তান হিসেবে আমি গর্বিত । বর্তমান তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে জানার জন্য “মুক্তিযুদ্ধের নয় মাস” গ্রন্থটি অগ্রণী ভূমিকা পালন করবে। আমি চাই প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীরা এই বইটি পড়ে মুক্তিযুদ্ধকে লালন করুক।