রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন

জ্বর কমেছে খালেদা জিয়ার
মোঃ মাহমুদুল হাসান (মাগুরা জেলা প্রতিনিধি) / ১৮৯ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ দু’একদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিনি।’ রবিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ তথ্য জানান তিনি। এ সময় সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন ফখরুল। গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ফিরোজায় করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর ২৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। পরে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কোরোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এরপর ৯ মে খালেদা জিয়ার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে। তবে কিছু শারীরিক জটিলতা থাকায় হাসপাতালেই তার চিকিৎসা চলমান ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানান, বেগম জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে আশাকরি ১/২ দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ সচেতনভাবে উদার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে। তারা সুপরিকল্পিতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে।’ তাই গণতন্ত্রের পরিবেশ পুনরুদ্ধারে শুধু বিএনপি নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ