আসন্ন ২৮ শে নভেম্বর নাটোরের লালপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম জয়ের মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে গণসংবর্ধনা দিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী।
রবিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের স্বীদ্ধান্ত অনুযায়ী ২য় বারের মত দলীয় মনোনয়নে নৌকা প্রতিক নিয়ে নিজ এলাকায় ফিরলে রবিবার বিকেলে ঈশ্বরদী স্টেশন এলাকায় তাকে ফুল দিয়ে বরন করে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। ৫ শতাধিক মোটর সাইকেলের অংশ গ্রহণে শোভা যাত্রাটি অত্র ইউনিয়নের বিদিক মোড়, পুরাতন ঈশ্বরদী, এয়ারপোর্ট মোড়,সাধীপুর,পালিদহ, চামটিয়া, ভাটপাড়া, লক্ষীপুর, তিলকপুর, নিমতলী স্কুল মোড়, কাজীপাড়া,শীবনগরসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শেষ হয়। এসময় নৌকা মনোনিত প্রার্থী,বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম জয় কর্মী সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন । এসময় আরো বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল সহ স্থানীয় নেতৃবৃন্দ। একই সাথে আগামী ২৮শে নভেম্বর স্থানীয় সরকার নিবার্চন কে কেন্দ্র করে কোন প্রকার সংঘাত, উস্কানি মুলক কথা বা অপপ্রচার হতে বিরত থেকে দল মত নির্বিশেষে নৌকার পক্ষে অংশ গ্রহনের আহব্বান জানান।