জন্মদিন উপলক্ষে সোমবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. বেল্লাল হোসেন, মো. রিগান হোসেন, মো. জাহিদুল ইসলাম জাহিদ, খান মুশফিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রমূখ।
এ সময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ ছয় ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এছাড়াও ঝালকাঠি জেলার প্রতিটি উপজেলায় আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন জাকজমকভাবে আমির হোসেন আমুর জন্মদিন পালন করেন।