শনিবার সকাল ১১টার দিকে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা মৎস্য বিভাগের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি আরো বলেন, বর্তমানে এ উপজেলা মাছের চাহিদা ২৭৩১.৬৯ মেঃ টন থাকলেও উৎপাদিত মাছের পরিমান রয়েছে ২৮১৭.৭৯ মেঃ টন। আগামি ২০২৫ সালে ৩২০০ মেঃ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে তারা কাজ করছেন।
এ সময় সহকারি মৎস্য কর্মকর্তা মো. মোজ্জামেল হকসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।