শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

ঝালকাঠিতে যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার
আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ / ১৮৭ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

ঝালকাঠি সদরের খেজুরিয়া গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ বসতগৃহ সংলগ্ন আম গাছের ডালের সাথে নিজের কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় অশোক মিস্ত্রি (১৭)। সে অনিল মিস্ত্রির পুত্র।

অশোকের নিকটাত্মীয় বিনয় চন্দ্র হালদার বলেন, অশোক মিস্ত্রী মানসিক ভারসাম্যহীনতার কারণে প্রায়ই সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতো। তাৎক্ষণিক তাকে খুজে পাওয়া না গেলেও আবার কয়েকদিন পরে নিজ বাড়িতে একা একাই ফিরে আসতো।

সোমবার সকাল ১০টায় সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক স্থানে খোজাখুজি করে পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঝুলন্ত দেখতে পেয়ে সদর থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর থানার ওসি খলিলুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করেছে। মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ