ঝালাকাঠির কাঠালিয়ার আমুয়ায় পলি আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
মঙ্গলবার ১৪সেপ্টেম্বর’২১ বিকাল ৩টায় কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পলি আক্তারের লাশ উদ্ধার করে স্বজনরা। পরে তাকে আমুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
স্থানীয়রা বলেন, পলির ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙ্গে পলিকে আড়ার সাথে ঝুলান্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পলি আক্তার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মোঃ হারুন তালুকদারের মেয়ে এবং পুর্ব আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেনীর ছাত্রী।
এই বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা নেয়া নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঝালাকাঠি মর্গে পাঠানো হবে।