শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:০৪ অপরাহ্ন

ত্রিশালে ট্রাক-সিএনজি সংর্ঘষে নিহত তিন
মমিনুল ইসলাম মমিন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : / ১৯১ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া সড়কে ড্রাম ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ২ জন আহত হয়েছে।

জানা যায়, উপজেলার বালিপাড়া সড়কের বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে বুধবার সকালে ত্রিশাল গামী বালু বোঝাই (ঢাকা মেট্টো ট ১৫-৬৪৮০) ড্রাম ট্রাকের সাথে বালিপাড়া গামী যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালক সহ ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতরা হলেন- ত্রিশাল উপজেলার বীররামপুর ভাটিপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে সিএনজি চালক আঃ সাত্তার (৪০), একই উপজেলার বাবুপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে কলিমুদ্দিন (৮৫), চকরাপুর গ্রামের আঃ রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০)।

ত্রিশাল থানার এসআই আমিনুল জানান, নিহতদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ