ময়মনসিংহের ত্রিশালে শুভসংঘের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চিকনা গ্রামের আশেকী দারুল উলম মাদ্রাসার বসুন্ধরা গ্রপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে হাফেজে কোরআন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, মতিউর রহমান সেলিম, সংবাদপত্র এজেন্ট কামাল হোসেন।
কম্বল পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্বহারা হয় যায়। তাদের জন্য এই শীতে কেউ কম্বল দেয়নি।এই সময় নিজ নিজ কম্বল নিয়ে ঘরে গিয়ে সকলেই কোরআন তেলাওয়াতের পরে মোনাজাতে অংশগ্রহন করেন। এসময় শিক্ষার্থীরা যারা কম্বল দিয়েছে তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দ্য়োা করেন। আমাদেরকে যারা কম্বল দিয়েছে আল্লাহ তাদের সুস্থ রাখুক, তাদের নেক হায়াত দান করুন। তাদেরকে আরও বেশী করে গরীবদের খোজ নেওয়ার তৌফিক দান করুক। আমরা সবসময় দোয়া তাদের জন্য দোয়া করি।