শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

ত্রিশা‌লে জাতীয় কৃষক সমি‌তির সমা‌বেশ অনু‌ষ্ঠিত
ম‌মিনুল ইসলাম ম‌মিন, ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি / ১৯৯ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে জাতীয় কৃষক সমি‌তির উপ‌জেলা ক‌মি‌টি গঠন উপল‌ক্ষে কৃষক সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (১৫ সে‌প্টেম্বর) বিকা‌লে ত্রিশাল পৌরসভার হিন্দুপল্লী‌র গি‌রিজ ভব‌নে বাংলা‌দেশ ওয়ার্কার্স পা‌র্টি ত্রিশাল উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপ‌জেলা শাখার সভাপতি ও জাতীয় কৃষক সমিতির সদস্য ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক।

এ সময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ময়মনসিংহ জেলা শাখান সভাপতি কমরেড সুজিত বর্মন, নারী মুক্তি সংসদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কল্পনা রানী মোদক, ত্রিশাল সরকারী নজরুল কলেজের সাবেক অধ্যাপক ক‌বি সাব্বির রেজা, সাংবা‌দিক এ‌টিএম ম‌নিরুজ্জামান, সমাজসেবক ও শিক্ষক ক‌বি রুহুল আমীন বাদল, বি‌ডি২৪ক্রাইম এর সম্পাদক জাহাঙ্গীর আলম তপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা কর‌নে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক কম‌রেড রাধা রমন মোদক।

এ সময় ত্রিশাল উপ‌জেলার কৃষক ও কৃষাণীরা উপ‌স্থিত ছি‌লেন।

মমিনুল ইসলাম ম‌মিন
ত্রিশাল (ময়মন‌সিংহ)প্রতি‌নি‌ধি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ