২০ আগস্ট শুক্রবার দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর মডেল ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাগলপুর নামক স্হানে সন্দেহজনক ভাবে মহিলা ঘোরাফেরা করলে মহাসড়কে টহলকারী পুলিশ মহিলাকে থানায় নিয়ে আসেন। পরে মহিলা কনস্টেবল তাকে তল্লাশি করে অভিনব কায়দায় পেটের উপরে ও পায়ে কষ্টেপ দিয়ে পেচিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। মডেল থানার ডিউটি অফিসার জানান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মোঃ জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় মোবাইল স্পেশাল ডিউটির সময় এস আই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাগলপুর নামক স্হানে সন্দেহজনক ভাবে মহিলা ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে মহিলা পুলিশ কনস্টেবল সুমি তাকে তল্লাশি করে মহিলার গায়ে ও পায়ে অভিনব কায়দায় রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহিলা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রামধনপুর গ্রামের মোঃ মিজানুর রহমানের স্ত্রী শেফালী বেগম (৩৭)। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।