মঙ্গলবার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ অস্ত্র-গুলি’সহ তালিকাভুক্ত আন্তঃজেলা শীর্ষ ডাকাত মকবুল হোসেন (৩৭) কে গ্রেফতার করে। এসময় দেশীয় তৈরী পাইপ গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, কুমিল্লা জেলার পুলিশ সুপার, ফারুক আহম্মেদের সার্বিক নির্দেশনায় এস আই গোলাম আজম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের বৃত্তিতে উপজেলার মালিখিল বেকীনগর গ্রাম থেকে
আন্তঃজেলা তালিকাভুক্ত শীর্ষ ডাকাত মকবুল হোসেন প্রকাশ মকবুল ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন
কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালিখিল, বেকীনগর গ্রামের মৃত আলী হোসেন, পুত্র মকবুল হোসেন প্রকাশ মকবুল।
পুলিশ জানান,আসামির বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা বিচারাধীন এবং তদন্তাধীন রয়েছে।
এ ব্যপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।