সারাদেশর ন্যায় দাউদকান্দিতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(১৮ সেপ্টেম্বর, ২০২১খ্রি.) বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তারা আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগের কর্ম পরিকল্পনা ও বিগত দিনে এই সংগঠনের অবদান তুলে ধরেন।
আলোচনা সভা শেষে কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো.সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো.মেহমুদ হাসান চৌধুরী ও পৌর আওয়ামী যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক হাজি আলী আহম্মেদ মিয়াজী,উপজেলা আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ওলিউল্লাহ ফকির,সাংগঠনিক সম্পাদক সবুজ আহম্মেদ, কাজী ইলিয়াস,পৌরসভা আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক ওমর আলী, উপজেলা আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগ প্রচার ও প্রকাশনা শাহাবুদ্দিন আহম্মেদ, মারুকা ইউনিয়নের আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক নাইম খন্দকার মুজিব প্রমুখ।