দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলা হল রুমে ইলিয়টগঞ্জ দক্ষিন ও দৌলতপুর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরন বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহাদাত হোসেন৷
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন,কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুঞ্জুরুল আলম,দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞাসহ দুই ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহনকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ৷
উল্লেখ্য,আগামী ২৯ ডিসেম্বর ইলিয়টগঞ্জ দক্ষিন ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷